ক্রেতার পছন্দেই সাজবে জিপ

জিপ গাড়ি

জিপ গাড়ি ছবি : সংগৃহীত

নিজের গাড়ি যদি মনের মতো সাজানো যেত, ভালো হতো নিশ্চয়। অনেক গাড়ি নির্মতা প্রতিষ্ঠান ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিলেও পুরো গাড়ি নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ দেয় না। তবে ক্রেতাদের চাহিদামতো গাড়ি সাজিয়ে নেওয়ার সুযোগ দিয়ে থাকে জিপ ব্র্যান্ড। দেশের বাজারেও ক্রেতারা পছন্দমতো জিপ গাড়ি সাজিয়ে নেওয়ার সুযোগ পাবেন। এ বছরই দেশে এসেছে জিপগাড়ির জনপ্রিয় মডেল র‌্যাংলার। তবে নিজের পছন্দমতো দুই এবং চার দরজার জিপ র‌্যাংলার কিনতে ক্রেতাকে অবশ্যই অগ্রিম ফরমাশ দিতে হবে।

জিপ র‌্যাংলার আনলিমিটেড গাড়িতে সুয়েভার আনলক সুবিধা থাকায় গাড়িটি উঁচু পাথর বা টিলায় ওঠার সময় এক চাকা মাটিতে রেখে অন্য চাকার শক্তি দিয়ে সহজেই বাধা টপকে যেতে পারে। ২ লিটার আই ফোর ডিওএইচসি ডিআই টার্বো ইঞ্জিনের ৪ সিলিন্ডারবিশিষ্ট ১৬ ভালভের এই গাড়ি ৫২৫০ আরপিএম এ ২৭০ অশ্বশক্তি (এইচপি) এবং ৩০০০ আরপিএম এ ৪০০ নিউটন মিটার (এনএম) টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৪৮৮২,১৮৯৪ এবং ১৮২৮ মিলিমিটার (এমএম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *