কুড়িগ্রামের চরে করোনার টিকাদান
কুড়িগ্রাম জেলার চরাঞ্চলে করোনার টিকা দেওয়ার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী বুধ ও বৃহস্পতিবার এসব চরের মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর ও কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, ২৯ ও ৩০ ডিসেম্বর জেলার ৪৪টি ইউনিয়নের চরের বাসিন্দাদের করোনার টিকা দেওয়া হবে। চরের মানুষকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। দুই মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, চরের বাসিন্দাদের টিকার জন্য আগে নিবন্ধন করার দরকার হবে না। জাতীয় পরিচয়পত্র দেখালে তাঁদের টিকা নেওয়া যাবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ৪৪টি চরে টিকা দেবে স্বাস্থ্যকর্মীদের ৯০টি দল। এই কাজে সহায়তা করবে স্বেচ্ছাসেবকদের আরও ৯০টি দল।