কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনায় কার কতখানি গাফিলতি, খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

নড়াইলে কলেজ অধ্যক্ষকে পুলিশের সামনে লাঞ্ছনার ঘটনায় কার কতখানি গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।

কোরবানির ঈদ সামনে রেখে আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নড়াইলে পুলিশ ও মাঠ প্রশাসনের চোখের সামনে ঘটনাটি ঘটল, এ বিষয়ে কী বলবেন—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেখুন, অকস্মাৎ অনেক ঘটনা ঘটে যায়, যেগুলো হঠাৎ করেই ঘটে যায়। এই ঘটনায় আমরা সত্যিই দুঃখিত, একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আমাদের ডিসি-এসপি তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছিল, তখন অনেক লোকের উত্তেজনা হয়েছিল, আমরা যা শুনেছি। তারপরও আসল ঘটনাটি কী হয়েছিল, সেটি আরেকটু ভালো করে জেনে আপনাদের জানাব। আমাদের কাছে মনে হয়েছে, উত্তেজিত জনতা এত বেশি একত্র হয়ে গিয়েছিল, সেখানে ডিসি-এসপির করণীয়র আগেই ঘটনাগুলো ঘটে গিয়েছিল। আসলে এটি দুঃখজনক ঘটনা।’

https://10ms.io/Veelxq
বিজ্ঞাপন

নড়াইলের ঘটনার সময় পুলিশ ছিল, সেখানে পুলিশের কোনো দায় ছিল কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি তো বলেছি, কেউ কোনো দায়িত্ব অবহেলা করলে—পুলিশ করুক, জেলা প্রশাসক করুক, যে–ই করুক কিংবা অন্য কোনো জনপ্রতিনিধি করে থাকুক, সেখানে সবাই ছিল, আমি শুনতে পেয়েছি। সেখানে কার কতখানি গাফিলতি রয়েছে, সেই অনুযায়ী আমরা খতিয়ে দেখছি।’

https://10ms.io/Veelxq
বিজ্ঞাপন

সাভারের আশুলিয়ায় ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনার বিষয়ে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি কী বলব…! যারা আমাদের শিক্ষা দেন, তাঁদের যদি ছাত্র…কতখানি নৈতিক অবক্ষয় হয়েছে, সেটি আপনারাই অনুমান করুন। তবে আমাদের যেটা করণীয়, সেটা করেছি, তার বাবাকে ধরেছি, শিগগিরই তাকেও ধরব এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *