কর ফাঁকি দেওয়ায় অনলাইন তারকাকে ১৭৮৫ কোটি টাকা জরিমানা চীনে
চীনে কর ফাঁকি দেওয়ায় একজন অনলাইন সেলিব্রিটিকে ১৩৪ কোটি ইউয়ান (২১ কোটি ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৮৫ কোটি টাকা) জরিমানা করেছে দেশটির আয়কর কর্তৃপক্ষ। ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ হিসেবে খ্যাত এই তারকাকে আজ সোমবার বিপুল অঙ্কের এ জরিমানা করা হয়।
‘কুইন অব লাইভস্ট্রিমিং’ ভিয়া নামে পরিচিত হলেও তাঁর প্রকৃত নাম হুয়াং ই। তাঁর বিরুদ্ধে ২০১৯ ও ২০২০ সালে ব্যক্তিগত আয়ের তথ্য লুকানো ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ।
এদিকে কর ফাঁকি দিয়ে জরিমানা গোনার ঘটনায় ক্ষমা চেয়েছেন তারকা হুয়াং ই। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে তিনি লিখেছেন, ‘কর আইন ও প্রবিধান ভঙ্গ করায় আমি খুবই দুঃখিত। কর্তৃপক্ষের দেওয়া শাস্তি আমি পুরোপুরি মেনে নিয়েছি।’
৩৬ বছর বয়সী হুয়াং লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য সুপরিচিত। গত বছর চার কোটি ইউয়ানের রকেট উৎক্ষেপণসংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য বিক্রি করেন তিনি।