করোনা শনাক্ত ২২ জনের, মৃত্যু নেই

করোনাভাইরাস
করোনাভাইরাস

দেশে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় ২২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪২। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬৩।

ঢাকা ছাড়া অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে চার, খুলনায় তিন ও ময়মনসিংহে দুজনের করোনা শনাক্ত হয়। রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে কারও সংক্রমণ শনাক্ত হয়নি।

https://10ms.io/cwDayy
বিজ্ঞাপন

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই মাসের ১৮ তারিখে প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *