করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ৩০ এর বেশি

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। টানা দুদিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনা আক্রান্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল ৩৪ জনের।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৫০১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১৬ জনের। এ ছাড়া খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহে ৩ জন করে, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ১১ জন।