করোনা বাড়ছে কেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ সংক্রমণকে বিশ্বব্যাপী অতিমারি ঘোষণার পর এক বছর হয়ে গেল। এ সময়কালে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সম্মুখসারির অনেক করোনাযোদ্ধাকে আমরা হারিয়েছি, অনেক আপনজন চলে গেছেন। অনেকে রোগে-শোকে মুমূর্ষু অবস্থায় দিন কাটিয়েছেন, এখনো অনেকে অসুস্থতায় ভুগছেন। বছর শেষে এখন বিশ্বের অনেক দেশে করোনার প্রকোপ কমেছে। আমাদের দেশেও কমেছে। কিন্তু আশঙ্কার বিষয় হলো কয়েক দিন ধরে আবার কিছুটা বাড়ছে। কেন? আমরা তো কিছুটা আশ্বস্ত হয়েছিলাম যে করোনা দূর হবে। আমরা আবার সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে যাব। টিকা দেওয়া শুরু হয়েছে। অনেকে প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। এ সময় তো করোনার সংক্রমণ হার ধীরে ধীরে কমে আসার কথা। কিন্তু বাড়ছে। আমরা শঙ্কিত।