করোনায় শনাক্তের হার ৫০ ছাড়াল ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ জেলা বগুড়া

করোনাভাইরাসে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ জেলাগুলোর একটি রাজশাহী বিভাগের বগুড়া। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ২০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৩৯৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫০ ছাড়িয়েছে। গত দুই সপ্তাহে করোনাভাইরাসে কোনো মৃত্যু না হলেও, আজ মঙ্গলবার একজন মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের শনাক্তের হার গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এক সপ্তাহ আগেও শনাক্তের হার ৩০-এর নিচে ছিল। আর এক মাস আগে তা ছিল ৫ শতাংশের নিচে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বগুড়া জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮৯ জন।