করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

দেশে এক দিনে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৮০৭ জন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ১৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। আগের দিন শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ১৭ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৯ হাজার ৫৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার কিছুটা বেড়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৩১ দশমিক ৯৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬৪।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন নারী ও ৫ জন পুরুষ। তাঁদের মধ্যে ৮০ জন ঢাকায় ও ৩ জন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন। এ ছাড়া রাজশাহীতে দুজন, বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জনের বয়স ৫১ থেকে ৯০ বছর।

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২৮৮ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *