করোনায় দৈনিক মৃত্যু বেড়ে ৩৪,
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এতে মৃত্যুও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এক দিনে করোনায় মৃত্যুর এই সংখ্যা চার মাসের মধ্যে সবচেয়ে বেশি। করোনায় এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত ২২ সেপ্টেম্বর, ৩৬ জনের।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১০ হাজার ৩৭৮ জন, আর মৃত্যু হয়েছিল ২১ জনের। তার আগের দিন ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হলেও মৃত্যু হয়েছিল ২০ জনের। সে হিসাবে সর্বশেষ তিন দিনে ধারাবাহিকভাবে মৃত্যু বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২২ জনের। তাঁদের মধ্যে ১৫ জনই মহানগরসহ ঢাকা জেলার। এরপর চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী ৪, ময়মনসিংহ ২ ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ১৯ এবং নারী ১৫ জন। বয়সের দিক থেকে সবচেয়ে বেশি ছিলেন ৬১ থেকে ৭০ বছরের, ১২ জন।
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ। তার আগের দিন ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।