ওয়েব ডিজাইন শিখতে যা জানতে হবে
বিশ্বজুড়ে ওয়েব ডিজাইন কাজের চাহিদা রয়েছেসংগৃহীত
ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইন কাজের চাহিদা রয়েছে। আর তাই ওয়েব ডিজাইনের কাজ করে হাজার হাজার তরুণ-তরুণী ফ্রিল্যান্সার হিসেবে সফলতা অর্জন করেছেন। আর তাই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যাঁরা একেবারে নতুন, তাঁরা ভালোভাবে ওয়েব ডিজাইন প্রশিক্ষণ নিয়ে ক্যারিয়ার গড়তে পারেন।
ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে প্রথমে জানতে হবে, কী কী শিখতে হবে। মনে রাখতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ ওয়েব প্রোগ্রামিং শেখার প্রথম ধাপই হলো ওয়েব ডিজাইন। এ জন্য আপনাকে প্রথমেই শিখতে হবে এইচটিএমএল (হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ) এবং সিএসএস (ক্যাসক্যাডিং স্টাইল শিট)। কারণ, একটি ওয়েবসাইটের মূল কাঠামো তৈরিই হয় এইচটিএমএলের মাধ্যমে। তাই এইচটিএমএলে থাকা বিভিন্ন ট্যাগের ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ।
অপর দিকে সিএসএস হলো ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, রং, অবস্থান, গতিশীলতা ইত্যাদি নির্ধারণ করার পদ্ধতি। অর্থাৎ একটি ওয়েব পেজের নকশা করার পাশাপাশি সেটি প্রদর্শনের উপযোগী করে তোলে সিএসএস।
একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে বলা যাক। মনে করেন, আপনি একটি কম্পিউটার কিনবেন। এ জন্য প্রথমেই ভাবলেন, কম্পিউটার কেনার আগে টেবিল আর চেয়ারও কিনতে হবে। চেয়ার–টেবিল কেনার এই পরিকল্পনাকে এইচটিএমএলের সঙ্গে তুলনা করা যেতে পারে। অপর দিকে টেবিলে কম্পিউটার, মাউস, কি–বোর্ড বা সাউন্ড বক্স সুন্দর করে সাজিয়ে রাখার বিষয়টিই মূলত সিএসএস।
কীভাবে শুরু করবেন
ওয়েব ডিজাইন শেখার জন্য অনেকেই প্রশিক্ষণকেন্দ্রের খোঁজ করেন। তবে শুরুতেই কোথাও যাওয়ার প্রয়োজন নেই। নিজে আগে বেসিক বিষয়গুলো আয়ত্ত করতে হবে। চাইলে গুগল এবং ইউটিউবের বিভিন্ন কনটেন্ট বা চ্যানেলের সাহায্য নিতে পারেন। w3schools.com ওয়েবসাইট থেকেও এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।
এইচটিএমএলের বিভিন্ন ট্যাগের ব্যবহার এবং সিএসএসের ক্লাস ও আইডি সম্পর্কে দক্ষতা অর্জনের পর কারও সাহায্য ছাড়াই স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে হবে। মনে রাখবেন, শুরুতে আপনার বিভিন্ন ধরনের ভুল হবেই। ভুলগুলো সমাধান করে বারবার চেষ্টা করলেই ধীরে ধীরে ভালো মানের ওয়েব পেজ তৈরি করা সম্ভব হবে।