ওয়েবসাইটের কুকিজ সরাবেন যেভাবে

স্ক্রিনশট

স্ক্রিনশট

আমরা যখনই কোনো ওয়েবসাইটে ঢুঁ মারি, গোপনে আমাদের বেশ কিছু তথ্য নিয়মিত সংগ্রহ করে বিভিন্ন ওয়েবসাইট, যা কুকিজ নামেই বেশি পরিচিত। ব্যবহারকারীদের ওয়েবসাইট দেখার (ব্রাউজিং) ইতিহাস জানতেই এমনটি করে তারা। তবে চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা এসব তথ্য মুছে ফেলতে পারেন।

এ জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের সেটিংসে ক্লিক করে ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘সাইট সেটিংস’–এ থাকা ‘ভিউ পারমিশনস অ্যান্ড ডেটা স্টোরড অ্যাকরস সাইটস’ অপশনে ক্লিক করলেই আপনার তথ্য সংগ্রহ করা ওয়েবসাইটের তালিকা দেখা যাবে। তালিকার ওপরে থাকা ‘ক্লিয়ার অল ডেটা’ অপশনে ক্লিক করলেই বিভিন্ন ওয়েবসাইটে থাকা আপনার তথ্য মুছে যাবে। চাইলে এক বা একাধিক ওয়েবসাইটে জমা তথ্যও মুছে ফেলা যায়। এ জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের নামের পাশে থাকা তিনটি ডটমেনুতে ক্লিক করে ‘ক্লিয়ার ডেটা’ নির্বাচন করে ‘ক্লিয়ার’–এ ক্লিক করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *