ওয়ালটন ওয়েড ফিস্ট কম্বো অফার চালু
নতুন সংসার সাজাতে প্রয়োজনীয় ইলেকট্রনিকস, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালটন। সেজন্য সারা দেশে ‘ওয়েড ফিস্ট কম্বো অফার’ শীর্ষক ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে দেশীয় এই ইলেকট্রনিকস জায়ান্ট ও সুপারব্র্যান্ড। ক্যাম্পেইনে প্লাটিনাম, গোল্ড ও স্পেশাল এই তিনটি প্যাকেজের আওতায় একসঙ্গে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, রাইস কুকার, গ্যাস স্টোভ ও ফ্যান কিনলে বিশাল অঙ্কের নগদ ছাড় পাবেন ক্রেতারা।
গত বৃহস্পতিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ওয়েড ফিস্ট কম্বো অফার’ শীর্ষক ক্যাম্পেইনের ডিক্লিয়ারেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের মাধ্যমে ই-প্লাজা থেকে তিনটি প্যাকেজের আওতায় নির্দিষ্ট মডেলের ওয়ালটন পণ্য কিনে ২৩ হাজার থেকে প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় পাবেন ক্রেতারা। ১৫ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। ওয়েড ফিস্ট ক্যাম্পেইনের সুবিধাভোগী ক্রেতারা সারা দেশে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১২ ও অন্যান্য অফারের সুবিধা পাবেন না।