ওয়ান্ডার উইমেন এসডিজির ‘আনলিশ প্লাস ২০২১’ অনুদান জিতেছে

‘এসকাপেড ২০১৯’ অায়োজনে ওয়ান্ডার উইমেনের কয়েকজন সদস্য
‘এসকাপেড ২০১৯’ অায়োজনে ওয়ান্ডার উইমেনের কয়েকজন সদস্য

বাংলাদেশের ফেসবুকভিত্তিক নারী ভ্রমণকারীদের সংগঠন ওয়ান্ডার উইমেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) বৈশ্বিক উদ্ভাবন কর্মসূচি ‘আনলিশ প্লাস ২০২১’ অনুদান জিতেছে। সংগঠনটি এ জন্য ২০ লাখ টাকার অনুদান পেয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশভিত্তিক ওয়ান্ডার উইমেন প্ল্যাটফর্ম প্রথা ভেঙে দক্ষিণ এশিয়ায় নারী ভ্রমণকারীদের উৎসাহ দেওয়ার জন্যই এ অনুদানের জন্য বিবেচিত হয়েছে। এসডিজির আনলিশ প্লাস ২০২১ সামাজিক উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি করতে ছয় মাসের ইনকিউবেশন প্রোগ্রামের এবার তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *