ওয়ান্ডার উইমেন এসডিজির ‘আনলিশ প্লাস ২০২১’ অনুদান জিতেছে

বাংলাদেশের ফেসবুকভিত্তিক নারী ভ্রমণকারীদের সংগঠন ওয়ান্ডার উইমেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) বৈশ্বিক উদ্ভাবন কর্মসূচি ‘আনলিশ প্লাস ২০২১’ অনুদান জিতেছে। সংগঠনটি এ জন্য ২০ লাখ টাকার অনুদান পেয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশভিত্তিক ওয়ান্ডার উইমেন প্ল্যাটফর্ম প্রথা ভেঙে দক্ষিণ এশিয়ায় নারী ভ্রমণকারীদের উৎসাহ দেওয়ার জন্যই এ অনুদানের জন্য বিবেচিত হয়েছে। এসডিজির আনলিশ প্লাস ২০২১ সামাজিক উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি করতে ছয় মাসের ইনকিউবেশন প্রোগ্রামের এবার তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হয়েছে।