এবার ভারতীয় কোম্পানিগুলো রাশিয়া ছাড়তে শুরু করেছে

ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ
ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ 
https://10ms.io/SwFLdV
বিজ্ঞাপন

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের দেশগুলোর বিভিন্ন কোম্পানির ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘটনা এখন আর নতুন কিছু নয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়ানোর কারণে পশ্চিমা কোম্পানিগুলো ব্যবসা বন্ধ করে। তবে এবারে ধাক্কাটা এসেছে রাশিয়ার ‘বিপদের বন্ধু’ বলে পরিচিত ভারত থেকে। কারণ, ভারতের অন্যতম বৃহৎ দুই বহুজাতিক কোম্পানি টাটা স্টিল ও ইনফোসিস সম্প্রতি রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করার ঘোষণা দিয়েছে। খবর সিএনএনের

https://10ms.io/SwFLdV
বিজ্ঞাপন

টাটা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টাটা স্টিল শুধু ভারতেই নয়, ইউরোপেরও অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী কোম্পানি। আর ইনফোসিসও ভারতের আরেক বৃহৎ বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।

ইস্পাত কোম্পানি টাটা স্টিল গত বুধবার জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের বিষয়ে একটি সচেতন সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি রাশিয়া থেকে সরে এলে তাদের ব্যবসায়ে সম্ভাব্য কী ঝুঁকি দেখা দিতে পারে, সেটি নিয়েও চিন্তা করেছে তারা।

এক বিবৃতিতে টাটা স্টিল জানিয়েছে, রাশিয়ার ওপর নির্ভরতা শেষ করে ব্যবসায়ের গতি ঠিক রাখতে ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছে তারা। পরিকল্পনায় ভারত, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে টাটা স্টিলের সব কারখানায় কাঁচামালের বিকল্প সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি কোম্পানিটি।

https://10ms.io/SwFLdV
বিজ্ঞাপন

এদিকে রাশিয়া থেকে কার্যক্রম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে ইনফোসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সলিল পারেখ বলেন, ‘ওই অঞ্চলে (রাশিয়া-ইউক্রেন) যা চলছে, তার পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে আমাদের সব কার্যক্রম বাইরে সরিয়ে নেওয়া শুরু করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *