এতিম দশায় চট্টগ্রাম আউটার স্টেডিয়াম : মশার খামার?

করার দায়িত্ব ছিল সিজেকেএস’র। কিন্তু কর্তা-ব্যক্তিরাও তা করতে পারেননি। ফলে ঐতিহ্যবাহী আউটার স্টেডিয়ামের মাঠটি অবহেলিত হয়ে পড়ে আছে। ময়লাপানিসহ জঞ্জালে পরিণত হয়েছে মাঠটি। জমে থাকা পানিতে সৃষ্টি হচ্ছে মশা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আউটার স্টেডিয়াম এলাকাকে দৃষ্টিনন্দন স্থান হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন এবং মাঠের কাজও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মেয়রের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে মাঠ সংস্কার অনিশ্চিত হয়ে পড়ে।
যদিও এ আউটার স্টেডিয়ামকে খেলার উপযোগী করতে বিভিন্ন সময় নানা পরিকল্পনা নেয়া হয়। শিশু-কিশোরদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। করোনায় দীর্ঘ কয়েক মাসের বেশি সময় ঘরবন্দি হয়ে থাকা শিশু-কিশোররা নেমে পড়েছে মাঠে। যে যেদিক পারছে সেদিকেই ছুটছে খেলার জন্য। খেলতে পারলেই তারা সুস্থ থাকবে, কিন্তু কোথায় তারা খেলবে।
সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন চট্টগ্রাম কলেজ মাঠে বালু ফেলে খেলার উপযোগী করে দিয়েছেন। এরপর সকাল-বিকাল অনেকেই সেই মাঠে খেলছে। এতে সবাই খুশি। আউটার স্টেডিয়ামের মাঠটির ব্যাপারেও তিনি যদি উদ্যোগী হয়ে বালু ও মাটি ফেলে সমতল করে দেন তাহলে শিশু-কিশোরসহ অনেকেই এখানে খেলতে পারবে। তবে অনেকে বলছেন, মাঠটি সিজেকেএস’র অধীনে। বর্তমানে সিজেকেএস বেশ স্বচ্ছল। আর্থিক সামর্থ্য রয়েছে তাদের। তারাই পারে এ মাঠ সংস্কার করতে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের অবকাঠামো উন্নয়নের নানা প্রকল্প রয়েছে।
আউটার স্টেডিয়ামের একপাশের সুইমিং পুলটি জাতীয় ক্রীড়া পরিষদই করে দিয়েছে। সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মাঠ থেকে হয়েছিলেন মেয়র। বর্তমানে তিনি সিজেকেএস’র সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন। তিনি স্টেডিয়াম এলাকায় অনেক উন্নয়ন করেছেন। তৈরি করেছেন একটি দৃষ্টিনন্দন মসজিদও। খেলাধুলার স্বার্থে আউটার স্টেডিয়ামের মাঠের সংস্কার ও উন্নয়নের জন্য নিয়েছিলেন অনেক পরিকল্পনা। কিন্তু তা তিনি করতে পারেননি। তারপরও ক্রীড়ামোদীদের প্রত্যাশা, আউটার স্টেডিয়ামের মাঠটি আবার খেলার উপযোগী হোক। মুখরিত হোক শিশু-কিশোরদের পদচারণায়।
Source : https://www.dailyinqilab.com/article/328439/%E0%A6%8F%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%3F