একুশে বইমেলার সময় বাড়ল
অমর একুশে বইমেলার সময় বাড়িয়ে আগামী ১৭ মার্চ পর্যন্ত করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বইমেলার সময় বাড়ানোর কথা জানান।
করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের প্রভাবে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির শুরুতে না হয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মেলার সময় বাড়ানোর কথাও তখন বলা হয়।