একাধিক ফরম্যাটে ছবি সংরক্ষণের উপায়
মাইক্রোসফট পেইন্ট ছবি : স্ক্রিনশট
বিভিন্ন কাজের প্রয়োজনে ছবির ফরম্যাটে পরিবর্তন আনতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যারের পাশাপাশি উইন্ডোজে বিল্ট-ইন মাইক্রোসফট পেইন্ট দিয়ে সহজেই ছবির ফরম্যাট পরিবর্তন করা যায়। চাইলে ছবির রেজুলেশন পরিবর্তনের পাশাপাশি একাধিক ফরম্যাটে ছবি সংরক্ষণেরও সুযোগ মিলবে।
যে ছবির ফরম্যাট পরিবর্তন করতে চান সেই ছবির ওপরে মাউসের ডান পাশে ক্লিক করে Open With থেকে Paint অপশন নির্বাচন করতে হবে। ছবিটি মাইক্রোসফট পেইন্টে খোলার পর ছবির ফরম্যাট পরিবর্তনের জন্য ওপরের বাঁ দিকের File মেন্যুতে ক্লিক করত হবে।
File মেন্যু থেকে Save As-এর ওপর মাউস রাখলেই একাধিক ফরম্যাট দেখা যাবে। আপনি যে ফরম্যাটে ছবিটি সংরক্ষণ করতে চান সেই ফরম্যাটে ক্লিক করতে হবে। অর্থাৎ অন্য ফরম্যাটে থাকা ছবিকে JPEG ফরম্যাটে পরিবর্তন করতে হলে, JPEG Picture ফরম্যাটে ক্লিক করতে হবে। Save As উইন্ডো চালু হলে নতুন ফরম্যাটের ছবিকে কোথায় সংরক্ষণ করতে চান, সেটি নির্বাচন করে দিতে হবে। এবার File Name অপশনে নতুন ফরম্যাটের ছবির জন্য আলাদা নাম লিখে Save বাটনে ক্লিক করতে হবে।