এই পাওয়ার ব্যাংকে চলবে টিভিও
পাওয়ার ব্যাংকছবি : এনডিটিভি
মুঠোফোনের চার্জ সমস্যা মেটাতে অনেকেই পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। হাতের মুঠোয় সহজে বহনের সুযোগ থাকায় চলতি পথেও পাওয়ার ব্যাংক দিয়ে সহজে মুঠোফোন চার্জ করা যায়। বাজারে থাকা বেশির ভাগ পাওয়ার ব্যাংকেই রয়েছে ২০ থেকে ৪০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ক্ষমতার ব্যাটারি।
ছবিতে থাকা বিশাল এই পাওয়ার ব্যাংক তৈরি করেছেন চীনের বাসিন্দা হ্যান্ডি জেং। ২ কোটি ৭০ লাখ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দিয়ে তৈরি পাওয়ার ব্যাংকটি দিয়ে টেলিভিশন, কাপড় ধোয়ার যন্ত্রসহ ইলেকট্রিক স্কুটারও চালানো যাবে।
১টি বা ২টি নয়, একসঙ্গে ৫০০টি মুঠোফোন পুরোপুরি চার্জ দিতে পারে পাওয়ার ব্যাংকটি। ৫.৯ ফুট লম্বা ও ৩.৯ ফুট চওড়া বিশাল এই পাওয়ার ব্যাংককে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক বলে দাবি করেছেন হ্যান্ডি জেং।
সূত্র: এসডিটিভি