উড়ন্ত সেলফি ড্রোন

‘পিক্সি’ ড্রোন

‘পিক্সি’ ড্রোনবিবিসি

বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে আনন্দের মুহূর্ত ধরে রাখতে অনেকেই সেলফি তোলেন। তবে সেলফি তোলার সময় এক হাতে স্মার্টফোন বা সেলফি স্টিক ধরে রাখতে হয় বলে অনেক সময় ছবির মান ভালো হয় না। সমস্যার সমাধান দেবে ‘পিক্সি’। আকারে ছোট ক্যামেরাযুক্ত ড্রোনটি নিজ থেকেই সেলফি তুলে দেবে।

https://10ms.io/SwFLdV
বিজ্ঞাপন

ড্রোনটি তৈরি করেছে ছবি বিনিময়ের জনপ্রিয় অ্যাপ ‘স্ন্যাপচ্যাট’-এর নির্মাতা প্রতিষ্ঠান স্ন্যাপ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, কারও সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সেলফি তুলতে পারে ‘পিক্সি’। ছয়টি প্রোগ্রাম বিল্টইনভাবে যুক্ত থাকায় চালু করলেই নির্দিষ্ট দূরত্ব থেকে সেলফি বা ভিডিও করতে থাকে ড্রোনটি। শুধু তা–ই নয়, ওয়্যারলেস প্রযুক্তির সাহায্যে ধারণ করা ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারে ড্রোনটি।

https://10ms.io/cwDayy
বিজ্ঞাপন

চারটি প্রপেলারযুক্ত ড্রোনটি একবার চার্জ করলে সর্বোচ্চ আটবার উড়তে পারে। ওজনও বেশ কম, মাত্র ১০১ গ্রাম। ২০ সেকেন্ড উড়তে সক্ষম ড্রোনটি সেলফি তোলা শেষে ব্যবহারকারীর হাতের তালুতে ফিরে আসে। ফলে হারিয়ে যাওয়ার ভয় নেই বললেই চলে।

https://10ms.io/VwDoFj
বিজ্ঞাপন

১২ মেগাপিক্সেল সেন্সরসুবিধার ড্রোনটি সর্বোচ্চ এক হাজার ছবি তোলার পাশাপাশি এক শ ভিডিও করতে পারে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বাজারে পাওয়া যাচ্ছে ড্রোনটি। কিনতে গুনতে হবে ২৩০ ডলার।

সূত্র: বিবিসি, দ্য ভার্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *