উপাচার্যের পদত্যাগের বিষয়ে অতিদ্রুত সরকারের পদক্ষেপ চায়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান সংকট নিয়ে সভা করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। রোববার বেলা আড়াইটায় এই সভা শুরু হয়। পরে রাত সোয়া আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে সমিতির সভাপতি তুলসী কুমার দাস সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন।
সভায় চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এতে সরাসরি শিক্ষার্থীদের দাবির বিষয়ে কিছু বলা না হলেও, উপাচার্যের পদত্যাগের বিষয়টি ‘সরকারের এখতিয়ারভুক্ত’ উল্লেখ করে ‘অতিদ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ’ করেছে সমিতি।