উইন্ডোজে ভিডিও সম্পাদনা

ফটোজ অ্যাপ চালু করতে হবে এভাবে

ফটোজ অ্যাপ চালু করতে হবে এভাবেস্ক্রিনশট

উইন্ডোজের ফটোজ অ্যাপ কাজে লাগিয়েই ভিডিওর নির্বাচিত অংশ আলাদা করা যায়। এ জন্য যে ভিডিওর অংশ কাটতে চান, সেটি নির্বাচন করে মাউসের ডান বাটনে ক্লিক করে Open with থেকে Photos নির্বাচন করতে হবে। এবার ভিডিওটি ফটোজ অ্যাপে চালু হবে। এরপর ফটোজ অ্যাপের ওপরের মেনু থেকে Edit & Create-এ ক্লিক করে Trim বাটন নির্বাচন করতে হবে। উইন্ডোজ ১১ সংস্করণে ভিডিওটি আগের নিয়মে খুলে কি-বোর্ডের Ctrl + E চাপতে হবে বা Video trim বাটনে ক্লিক করতে হবে।

এবার ভিডিওর যে অংশ আলাদা করতে চান, সেটার নিচে স্টার্ট এন্ড স্লাইডারের মাধ্যমে সময় নির্বাচন করতে হবে। ধরুন, ভিডিও চালুর ১০ সেকেন্ড পর থেকে ২০ সেকেন্ড পর্যন্ত আপনি কাটতে চাচ্ছেন। তাহলে স্টার্ট স্লাইডারটিকে ভিডিওর ১০ সেকেন্ডে এবং এন্ড স্লাইডারকে ২০ সেকেন্ডে নির্দিষ্ট করতে হবে। এবার ওপরের Save as বাটন চেপে যে ফোল্ডারে ভিডিওটি সংরক্ষণ করতে চান তা নির্বাচন করতে হবে। ভিডিওটির নামের শেষে ফটো অ্যাপের _Trim নামটি দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *