ইন্টারনেটবিষয়ক আইনে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রাখবে, আশা মেটার
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমগুলো নিয়ন্ত্রণে নতুন একটি প্রবিধান তৈরি করতে যাচ্ছে। এই প্রবিধান নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার আশা, বাংলাদেশ এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রাখবে।
সম্প্রতি বিটিআরসি তাদের ওয়েবসাইটে ‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন-২০২১’ শিরোনামে একটি খসড়া প্রবিধানমালা প্রকাশ করেছে। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যে প্রবিধান নিয়ে পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রবিধানে ইন্টারনেটভিত্তিক পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধের কথা বলা হয়েছে।