ইন্টারনেটবিষয়ক আইনে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রাখবে, আশা মেটার

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সেবাগুলো মেটার অধীনে পরিচালিত হবে
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সেবাগুলো মেটার অধীনে পরিচালিত হবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমগুলো নিয়ন্ত্রণে নতুন একটি প্রবিধান তৈরি করতে যাচ্ছে। এই প্রবিধান নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার আশা, বাংলাদেশ এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রাখবে।

সম্প্রতি বিটিআরসি তাদের ওয়েবসাইটে ‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন-২০২১’ শিরোনামে একটি খসড়া প্রবিধানমালা প্রকাশ করেছে। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যে প্রবিধান নিয়ে পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রবিধানে ইন্টারনেটভিত্তিক পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধের কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *