ইউটিউব থেকে এক বছরে ৫ কোটি ৪০ লাখ ডলার আয় করলেন ‘মি. বিস্ট’
জিমি ডোনালডসন সূত্র : বিবিসি
গত বছর ইউটিউবে ভিডিও পোস্ট করে ৫ কোটি ৪০ লাখ ডলার আয় করেছেন জিমি ডোনালডসন নামের ২৩ বছরের এক তরুণ। ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করেন ‘মি. বিস্ট’ নামে পরিচিত এই তরুণ। গত বছর ইউটিউবে তাঁর ভিডিওগুলো এক হাজার কোটিবারের বেশি দেখা হয়েছে। আর তাই গত বছর ইউটিউবের সবচেয়ে বেশি আয় করা কনটেন্ট নির্মাতার তালিকায় প্রথমেই রয়েছেন তিনি।
সর্বোচ্চ আয় করা কনটেন্ট নির্মাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাক পল। জনপ্রিয় এই বক্সিং তারকা ইউএফএস প্রতিযোগিতায় নিজের মুষ্টিযুদ্ধের ভিডিও পোস্ট করে আয় করেছেন ৪ কোটি ৫০ লাখ ডলার।
তৃতীয় স্থানে রয়েছেন মার্কিপ্লায়ার চ্যানেলের প্রতিষ্ঠাতা মার্ক এডওয়ার্ড ফিসবাক। তিনি আয় করেছেন ৩ কোটি ৮০ লাখ ডলার।