ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে দায়িত্ব পালনের সময় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে এক সাংবাদিক নিহত হয়েছেন। ওই অঞ্চলের পুলিশপ্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুরস্কারজয়ী ওই সাংবাদিকের নাম ব্রেন্ট রেনাড (৫২)। ইরপিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে রুশ বাহিনী গুলিবর্ষণ করলে তাতে বিদ্ধ হন তিনি। তাঁর সঙ্গে থাকা আরেক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, ইরপিনে রুশ বাহিনীর গুলিতে ব্রেন্ট রেনাড নিহত হন। ব্রেন্ট ভিডিও সাংবাদিকতার পাশাপাশি ডকুমেন্টারি চলচ্চিত্র তৈরিতেও কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্রের ‘পিবডি পুরস্কার’ পেয়েছেন। ব্রেন্ট ইরাক, আফগানিস্তান, হাইতি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সাংবাদিকতা করেন। চলচ্চিত্রের পাশাপাশি সাংবাদিকতাতেও তাঁর সুনাম রয়েছে।