ঢাকায় আবার স্মার্টফোন ও ট্যাব মেলা

সংবাদ সম্মেলনে আয়োজক ও অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তারা

সংবাদ সম্মেলনে আয়োজক ও অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তারাসংগৃহীত

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর দেশে আবার শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। এবারের মেলায় প্রথমবারের মতো থাকছে ‘ফাইভ–জি এক্সপিরিয়েন্স জোন’। মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই জোনে এসে দর্শকরা সরাসরি ফাইভ–জি প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারবেন। ৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) শুরু হবে এ মেলা, চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

আজ ২ জানুযারি ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী মুহম্মদ খান বলেন, ‘করোনার কারণে আড়াই বছর পরে আমরা এই মেলার আয়োজন করছি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। তবে শুক্র ও শনিবার মেলায় বেশি দর্শক হয়। এ জন্য আমরা ছুটির দিনে মেলার সময় ১ ঘণ্টা বাড়াতে পারি। মেলায় দর্শকেরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিবারের মতো আমরা মেলা শেষে দুস্থদের আর্থিক সহায়তা দেব।’

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, ফাইভ–জি প্রযুক্তির পাশাপাশি স্যামসাং, অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ মিলবে এই মেলায়। এ ছাড়া স্মার্টফোনের জন্য সহায়ক যন্ত্র ও উপকরণও পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *