আরেক ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ই-নিডজের চেয়ারম্যান ওয়াহিদ ইকবাল
ই-নিডজের চেয়ারম্যান ওয়াহিদ ইকবাল

এবার ‘ই-নিডজ’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় ১ এপ্রিল মামলা করেছেন এক গ্রাহক। মামলার বাদী আবদুল্লাহ আল নোমান।

https://10ms.io/TwmGlX
বিজ্ঞাপন

মামলায় ই-নিডজের চেয়ারম্যান ওয়াহিদ ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাহিদ ইকবাল, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল কাইয়ুম, চেয়ারম্যানের স্বজন নওমী আশরাফ, সায়মা আফরিন, আইরিন পারভীন ও হোসেইন রাহী।

মামলায় বলা হয়েছে, গ্রাহকের টাকা ফেরত না দিয়ে ই-নিডজের চেয়ারম্যান ওয়াহিদ ও এমডি নাহিদ দেশ থেকে পালিয়েছেন। তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ই-নিডজের অফিস তালাবদ্ধ রয়েছে।

https://10ms.io/owmGaR
বিজ্ঞাপন

করোনা মহামারি দেখা দিলে দেশে ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রাহকসংখ্যা বাড়তে থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু ই-কমার্স প্রতিষ্ঠান ব্যবসা খুলে গ্রাহকের ফাঁদে ফেলে প্রতারণা করে। গ্রাহকের টাকা নিয়ে পণ্য বুঝিয়ে না দেওয়ার অভিযোগ ওঠে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি গ্রেপ্তার হন।

https://10ms.io/8wmD9U
বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *