আরও বড় বড় ব্র্যান্ডের সঙ্গে আমরা কাজ করতে চাই

সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাপেক্স ফুটওয়্যার
সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাপেক্স ফুটওয়্যার

যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষে ২০ বছর বয়সে অ্যাপেক্স ফুটওয়্যারে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যোগ দেন সৈয়দ নাসিম মঞ্জুর। বেতন পাঁচ হাজার টাকা। গাজীপুরের শফিপুরে অ্যাপেক্স ফুটওয়্যার কারখানার ইট, বালু কেনা থেকে শুরু করে সবই করতে লাগলেন। ধীরে ধীরে পরিণত হলেন, নেতৃত্বের ভার কাঁধে নিলেন। বর্তমানে অ্যাপেক্স ফুটওয়্যারকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ নাসিম মঞ্জুর। যদিও ছায়া হয়ে আছেন বাবা সৈয়দ মঞ্জুর এলাহী।

সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাপেক্স ফুটওয়্যার
সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাপেক্স ফুটওয়্যার

১৫ জানুয়ারি বিকেলে অ্যাপেক্সের গুলশান কার্যালয়ে প্রাতিষ্ঠানিক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। বললেন, ‘চট্টগ্রামের মিনহার ফুটওয়্যার কেডস রপ্তানি করত। তবে চামড়ার জুতা রপ্তানির কাজটি প্রথম করেছে অ্যাপেক্স। বর্তমানে সেই রপ্তানি আরও অনেক সুদৃঢ় হয়েছে। যদিও যাত্রাটি মোটেই সহজ ছিল না। আধুনিক কারখানা গড়লেও কীভাবে জুতা বানাতে হয়, সেটি আমরা জানতাম না। দক্ষ জনবলও ছিল না। তবে বিভিন্ন সময় জাপান, যুক্তরাষ্ট্র, ইতালিসহ নানা দেশের অভিজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি।’ ব্যবসা টেকসই করতে সব জায়গায় উন্নত কর্মপরিবেশ ও নিজস্ব নকশায় জুতা রপ্তানির মতো পরিকল্পনা বাস্তবায়ন করছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *