আগস্টে কমেছে করোনার প্রকোপ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগস্টে রোগীর চাপ ও মৃত্যু দুই-ই কমেছে। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ শয্যা সংখ্যার পাশাপাশি করোনা ওয়ার্ডের সংখ্যাও কমিয়ে দিয়েছে।
গত মে মাসের মাঝামাঝিতে হাসপাতালে করোনা ও উপসর্গের রোগী বাড়তে থাকে। প্রথমে রোগী বেশি ছিল চাঁপাইনবাবগঞ্জের। জুনে এসে পুরো রাজশাহী বিভাগের রোগীতে ভরে যায় হাসপাতালটি। জুনের মাঝামাঝি থেকে শুরু করে জুলাইয়ের শেষ পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীর ঠাঁই দিতে হিমশিম খেতে হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুনে রোগী বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দফায় হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ ২১ আগস্ট পর্যন্ত কেবিন ও আইসিইউ মিলিয়ে শয্যাসংখ্যা ছিল ৫১৩। তবে আগস্টে এসে করোনা রোগী কমেছে। সঙ্গে মৃত্যুও কমেছে। এ কারণে হাসপাতালে দুই দফায় শয্যা কমানো হয়েছে। শয্যা কমিয়ে প্রথমে ৫১৩ থেকে ৮১৮ করা হয়। পরে গতকাল সোমবার তা থেকে আরও কমিয়ে ২৮৬ শয্যা করা হয়েছে। করোনা রোগী কমার সঙ্গে সঙ্গে শয্যাসংখ্যা আরও কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।