অ্যাপ দিয়ে ইসিজি!

কার্ডিয়ামোবাইল প্যাডটির ওপর আঙুল রাখতে হবে। অ্যালাইভকোর
হৃদ্রোগের চিকিৎসার শুরুতেই রোগীর হৃৎস্পন্দনের গতি ঠিক আছে কি না, জানতে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করতে দেন চিকিৎসকেরা। পরীক্ষার ফলাফল দেখেই চিকিৎসা শুরু করেন তাঁরা। হৃদ্রোগের প্রাথমিক সমস্যা শনাক্তের সুবিধা থাকায় অনেক হৃদ্রোগী নিজ থেকেই চিকিৎসাকেন্দ্রে গিয়ে নিয়মিত ইসিজি করেন। এবার ঘরে বসে স্পর্শনির্ভর ছোট একটি প্যাডের ওপর আঙুল রেখে ইসিজি করার সুযোগ মিলবে। হৃৎস্পন্দনের কার্যকারিতা দেখার জন্য বাড়তি কোনো যন্ত্রও লাগবে না। আপনার মুঠোফোনেই ইসিজি যন্ত্রের মতো হৃৎস্পন্দনের ওঠানামা দেখা যাবে।
কার্ডিয়ামোবাইল’ নামের স্পর্শনির্ভর এই প্যাড তৈরি করেছে ‘অ্যালাইভকোর’। ইসিজি যন্ত্র তৈরির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটি। এরই মধ্যে যন্ত্রের কার্যকারিতা সফলভাবে পরখ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রর ন্যাশনাল হেলথ সার্ভিসেসের অনুমোদনও পেয়েছে তারা।