অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি গেম বানিয়েছে
কম্পিউটার, ল্যাপটপ ও মুঠোফোনে ভাইরাস ঠেকাতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করে ক্যাসপারস্কি। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি এবার মুঠোফোনের জন্য গেম নিয়ে হাজির হয়েছে।
শুনতে অবাক লাগলেও, বিনোদনের জন্য গেমটি তৈরি করেনি ক্যাসপারস্কি। সাইবার হামলা থেকে সচেতন থাকার উপায় খেলার ছলে সবাইকে জানান দিতেই এ গেম তৈরি করা হয়েছে। ডিসকানেকটেড ([Disconnected) নামের গেমটির কাহিনি গড়ে উঠেছে ভবিষ্যতের জীবনযাপন নিয়ে।
গেমের শুরুতেই দেখা মিলবে ভার্চ্যুয়াল সহকারীর। যে ঘরে বা বাইরে আপনার জীবনযাত্রা সহজ করে দেবে। ঘরে বা বাইরে থাকা বিভিন্ন যন্ত্র ইন্টারনেটে একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকায় আপনি সহজে সেগুলো ব্যবহারও করতে পারবেন। কিন্তু অনলাইনে নিরাপদ থাকার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা বিভিন্ন পর্বে তুলে ধরা হয়েছে এক ঘণ্টার এই গেমে।
গেমটি মূলত তৈরি করা হয়েছে অফিসের কর্মীদের অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখানোর জন্য। গেমের বিভিন্ন পর্বে সাইবার নিরাপত্তা বিষয়ে আপনার সচেতনতার জানান দিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। জানতে চাওয়া হবে বিভিন্ন পরামর্শও। প্রতিটি পর্বে সঠিক উত্তর দিয়ে পরবর্তী পর্বে যেতে হবে।