অস্ত্রধারীদের ‘খুঁজছে’ পুলিশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা–লুটপাট অব্যাহত আছে। গত রোববার রাতেও পাঁচ নেতার বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে রূপগঞ্জের ভুলতা এলাকায় গত রোববার দুপুরে চাইনিজ কুড়াল, চাপাতি, রড ও লাঠিসোঁটা হাতে মিছিলে অংশ নেওয়া তরুণেরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে স্থানীয় সূত্রে জানা গেছে।