অসহনীয় যানজট, ভোগান্তির শেষ কবে

তীব্র যানজটে নাকাল নগরবাসী। মিরপুর রোড, কলেজগেট এলাকা, ঢাকা, ২১ মার্চ
তীব্র যানজটে নাকাল নগরবাসী। মিরপুর রোড, কলেজগেট এলাকা, ঢাকা, ২১ মার্চ

খুব প্রয়োজন ছাড়া আজ ঘর থেকে কাউকে বের না হওয়ার জন্য নিজের ফেসবুক প্রোফাইলে পরামর্শ দিয়েছেন শাকিল হাসান নামের একজন গণমাধ্যমকর্মী। পরামর্শের কারণ মূলত যানজট। তিনি বলেন, স্বাভাবিক সময়ে মোটরসাইকেলে তাঁর অফিস যেতে আধঘণ্টার মতো সময় লাগে, আজ লেগেছে প্রায় দুই ঘণ্টা। বাংলামোটর, এফডিসি মোড়—এই দুই সিগন্যালেই আটকে ছিলেন এক ঘণ্টা।

আজ সোমবার ঢাকা শহরে চলাচল করা অনেকের অভিজ্ঞতা অনেকটা একই। সকালে আফতাবনগর থেকে কারওয়ান বাজার আসেন আরিফ হোসেন। হাতিরঝিলের ভেতরেও তীব্র যানজট পেয়েছেন তিনি। পরে এফিডিসি মোড় থেকে হেঁটে কারওয়ান বাজার এসেছেন। সব মিলিয়ে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা, যেখানে স্বাভাবিক সময়ে সর্বোচ্চ ৪৫ মিনিট লাগে। ওই সময় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতেও যানবাহনের তীব্র চাপ দেখেছেন তিনি।

মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড থেকে নিয়িমত সাইকেলে কারওয়ান বাজার আসেন আবুল হাসনাত। তিনি বলেন, ফার্মগেটের আশপাশের এলাকায় তীব্র যানজট ছিল। স্বাভাবিক সময়ের তুলনায় আজ তাঁর দ্বিগুণ সময় লেগেছে।

বিকেলে পান্থপথ এলাকাতেও ছিল তীব্র যানজট। সেখান থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত মোটরসাইকেলে আসতে শেখ নিয়ামত উল্লাহর প্রায় ৪০ মিনিট সময় লেগেছে, অন্য সময় ১০ মিনিটের মতো লাগে। তিনি বলেন, আজকের যানজট ভয়াবহ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *