অনুরোধ না রাখায় অ্যাকাউন্টই বন্ধ করে দিল ফেসবুক
ফেসবুকছবি: সংগৃহীত
সাইবার হামলার আশঙ্কায় থাকা অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে ব্যবহারকারীদের ১৭ মার্চের মধ্যে ‘ফেসবুক প্রটেক্ট’ ফিচার চালুর অনুরোধ করেছিল ফেসবুক। এ জন্য মার্চের শুরুতে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ই–মেইল বার্তা ও লিংকও পাঠিয়েছিল তারা। কিন্তু অনেকেই ফেসবুকের এ অনুরোধকে গুরুত্ব দেননি। কেউ আবার বার্তাটিকে স্প্যাম মেইলও ভেবেছিলেন। আর তাই ই–মেইল পেয়েও ‘ফেসবুক প্রটেক্ট’ ফিচার চালু না করা অ্যাকাউন্টগুলো ১৮ মার্চ বন্ধ করে দিয়েছে ফেসবুক।
সাইবার অপরাধীদের হামলার আশঙ্কায় থাকা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করতে ‘ফেসবুক প্রটেক্ট’ নামের এই নিরাপত্তা প্রোগ্রাম পরিচালনা করছে ফেসবুক। এরই মধ্যে বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ অ্যাকাউন্টে এ নিরাপত্তা সুবিধা চালু রয়েছে। আরও বেশিসংখ্যক অ্যাকাউন্ট নিরাপদ রাখতেই নতুন করে ই–মেইল পাঠিয়েছিল তারা।বিজ্ঞাপন