অনলাইনে যা সার্চ করছেন সাফারি তা ফাঁস করে দিচ্ছে

সাফারি ব্রাউজারছবি : সংগৃহীত
অ্যাপলের অপারেটিং সিস্টেমে ব্যবহৃত সাফারি ব্রাউজারে বড় ধরনের একটি নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। এর ফলে সাফারি ব্রাউজার ব্যবহারকারীদের সার্চ করা ওয়েবসাইটের সর্বশেষ তালিকা অনলাইনে প্রকাশ হয়ে যাচ্ছে। শুধু ওয়েবসাইটের তথ্যই নয়, যন্ত্রে গুগল অ্যাকাউন্ট লগ–ইন করা থাকলে সেই অ্যাকাউন্টের বিভিন্ন তথ্যও ফাঁস হচ্ছে।
এ নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে সাফারি ব্রাউজারের ইনডেক্সডডিবি জাভাস্ক্রিপ্ট এপিআইয়ে। এ ত্রুটির ফলে কোনো ওয়েবসাইটে গেলেই ব্রাউজারটিতে থাকা ক্যাশ মেমোরি বা ব্যবহারকারীদের ব্রাউজিং ইতিহাস ওয়েব ডেভেলপারদের কাছে উন্মুক্ত হয়ে পড়ে।
সাফারি ব্রাউজারের এ নিরাপত্তা ক্রটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা গোপনে তথ্য সংগ্রহ করে বড় ধরনের ক্ষতি করতে পারে। সব সংস্করণের আইফোন, আইপ্যাড এবং ম্যাক কম্পিউটার ব্যবহারকারী তথ্য প্রকাশের শঙ্কায় রয়েছে।