অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নেওয়া লঞ্চটি পুড়ল আগুনে

 ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে নোঙররত থাকা অবস্থায় যাত্রীবাহী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ রোববার সকালে
ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে নোঙররত থাকা অবস্থায় যাত্রীবাহী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ রোববার সকালে

ঢাকার সদরঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার–৯ চলতি মার্চের প্রথম দিকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নিয়েছিল। অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে লঞ্চের কর্মীরা প্রশিক্ষণেও অংশ নিয়েছিলেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের ৫ নম্বর পন্টুনে নোঙররত যাত্রীবাহী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় নৌ পুলিশ, নৌপরিবহন অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে লঞ্চটি থেকে ধোঁয়া বের হলে দ্বিতীয় তলার কেবিন থেকে লোকজন ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে তাঁরা লঞ্চে ফায়ার বাকেট ও পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে নৌযান দমকলের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে। একপর্যায়ে কোস্টগার্ড, নৌ পুলিশ, টার্মিনালে দায়িত্বরত আনসার সদস্য ও র‌্যাব সদস্যরা এসে আগুন নেভাতে সাহায্য করেন। এ সময় তাঁদের সঙ্গে অন্যান্য লঞ্চের কর্মচারীরা এসে আগুন নেভানোর কাজ করেন। লঞ্চে পানি সরবরাহকারী একটি নৌযান এসে পাইপ দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এর মধ্যে লঞ্চের পেছন দিকের প্রায় অর্ধেকের বেশি অংশ পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *