রংপুরে সমাবেশস্থলে বিএনপি নেতার মৃত্যু
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান (৫০) নামের এক নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল চারটার দিকে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ।
মোস্তাফিজুর রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এর আগে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। আজ সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে অন্যদের সঙ্গে সমাবেশে যোগ দিতে রওনা হয়েছিলেন তিনি।