পেছন থেকে লোকজন চিৎকার করলেও গাড়ি চালিয়ে যান জাফর শাহ

প্রাইভেট কারটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর আরোহী দুজন দুই দিকে ছিটকে পড়েন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা রুবিনা আক্তার রাস্তায় পড়ার পর ওই প্রাইভেট কারের নিচে চাপা পড়েন। তাঁর পোশাক প্রাইভেট কারের বাম্পারে জড়িয়ে তিনি গাড়ির নিচে আটকা পড়েন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তাঁর দেবর নুরুল আমিন। তিনি যখন নিজেকে সামলে উঠে দাঁড়ান, তখন দেখতে পান তাঁর ভাবি গাড়ির নিচে, সে অবস্থায় বেপরোয়া গতিতে ছুটে চলেছে গাড়িটি।
এ ঘটনা আজ শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে টিএসসি অভিমুখী সড়কে। ভাবির এ অবস্থা দেখে গাড়ির পেছনে ছুটতে থাকেন নুরুল আমিন। এ সময় টিএসসি এলাকায় থাকা ভ্রাম্যমাণ খাবারের দোকানিদেরও চোখে পড়ে ঘটনাটি। এভাবে একজন মানুষকে নিচে আটকে গাড়ি চালিয়ে আসতে দেখে তাঁরা এগিয়ে যান। গাড়িটির পিছু নিয়ে থামানোর জন্য চিৎকার করতে থাকেন তাঁরা। এরপরও চালক থামেননি। প্রায় দেড় কিলোমিটার গাড়ি চালিয়ে নীলক্ষেত মোড় ঘুরে তিনি পলাশী অভিমুখী সড়ক ধরেছিলেন। সেখান থেকে আর পালিয়ে যেতে পারেননি। পিছু নেওয়া মানুষের সঙ্গে পুলিশের একটি গাড়িও এগিয়ে যায় ওই নারীকে উদ্ধারে। নীলক্ষেত মোড় পার হওয়ার পর পুলিশের গাড়িটি সামনে গিয়ে দাঁড়ালে প্রাইভেট কার নিয়ে আর সামনে এগোতে পারেননি চালক।
