পর্দাজুড়ে আড়াআড়ি দেখা যাবে টিকটক ভিডিও

পর্দাজুড়ে আড়াআড়ি দেখা যাবে টিকটক ভিডিও

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান–প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। টিকটকের ভিডিওগুলো সাধারণত উলম্ব বা ভার্টিক্যাল হয়ে থাকে। অনেকে আবার আড়াআড়ি (হরাইজন্টাল বা ল্যান্ডস্কেপ) ভিডিও দেখতে চান। আর তাই এবার পর্দাজুড়ে হরাইজন্টাল ভিডিও দেখার সুযোগ চালু করছে অ্যাপটি। আনুষ্ঠানিকভাবে চালুর আগে এটি পরীক্ষা করে দেখছে টিকটক। পরীক্ষার জন্য  ব্যবহারকারীদের জন্য ফুল স্ক্রিন নামে একটি বাটন যুক্ত করা হয়েছে টিকটকে। 

সম্প্রতি আকারে বড় ভিডিও তৈরি ও আদান–প্রদানের সুযোগ চালু করেছে টিকটক। নতুন এ সুবিধা চালু হলে টিকটক সহজেই ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।