ইউক্রেনে বৃষ্টির মতো পড়ল রুশ ক্ষেপণাস্ত্র

জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার পর গোটা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয় কিয়েভ
জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার পর গোটা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয় কিয়েভ

ইউক্রেনে ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। গতকাল শুক্রবারের এ হামলার ঘটনাকে যুদ্ধ শুরুর পর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি বলা হচ্ছে। এতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। গোটা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয় কিয়েভ। খবর রয়টার্স

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খেরসনে গোলা হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর গোলা হামলায় ১২ জন নিহত হয়েছেন।
সান্ধ্য ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আরও কয়েকটি বড় ধরনের হামলা চালানোর পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে আছে। কিয়েভকে আরও বেশি ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে আবারও পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, ঘুরে দাঁড়ানোর জন্য ইউক্রেন যথেষ্ট শক্তিশালী। তিনি বলেন, ‘মস্কোর রকেট–ভক্তরা যতই এতে ভরসা রাখুক না কেন, এটা এই যুদ্ধে শক্তির ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে না।’

গত বৃহস্পতিবার কিয়েভ সতর্ক করে বলেছে, আগামী বছর নতুন করে সর্বাত্মক হামলার পরিকল্পনা করছে মস্কো। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া। চলমান এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও গোলা হামলায় ইউক্রেনের বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে। তবে এসব এলাকার সামান্যই রুশ বাহিনী দখল করতে পেরেছে।