মহাকাশ অভিযানে তোলা সবচেয়ে ভয়ংকর ছবির গল্প

ভাবুন তো, মহাকাশযান বা স্পেস স্টেশনের সঙ্গে তার বা দড়ির সংযোগ ছাড়াই মহাকাশের অনন্ত সীমানায় শূন্যে ভাসছেন আপনি। একবার হারিয়ে গেলে আর কোনো দিন ফেরা হবে না পৃথিবীতে। দেখা হবে না প্রিয়জনের মুখ। কল্পনায় দৃশ্যটি ভাবলেই ভয়ে শিউরে উঠবেন অনেকে। তবে মহাকাশে এমনই দুঃসাহসিক এক অভিযানে অংশ নিয়েছিলেন মার্কিন নভোচারী ব্রুস ম্যাকক্যান্ডলেস। স্পেস শাটল চ্যালেঞ্জারে করে মহাকাশে অবস্থানের সময় তার বা দড়ির সংযোগ ছাড়াই স্পেসওয়াক (মহাকাশে গিয়ে নভোযানের বাইরে হাঁটা বা ঘোরা) করেন তিনি। মহাকাশে ব্রুস ম্যাকক্যান্ডলেসের স্পেসওয়াক করার ছবিটি ধারণ করা হয় স্পেস শাটল চ্যালেঞ্জার থেকে। এই ছবিকেই মহাকাশ অভিযানে তোলা সবচেয়ে ভয়ংকর ছবি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

ছবিটি তোলা হয়েছে ১৯৮৪ সালের ৭ ফেব্রুয়ারি। সে সময় নভোচারী ব্রুস ম্যাকক্যান্ডলেস ও বব স্টুয়ার্ট নাসার তৈরি ম্যানড ম্যানুভারিং ইউনিটে (এমএমইউ) নামের বিশেষ যানে চড়ে স্পেস শাটল চ্যালেঞ্জারের বাইরে অবস্থান করছিলেন। সে সময় ব্রুস ম্যাকক্যান্ডলেস ইতিহাসে প্রথমবারের মতো তার বা দড়ির সংযোগ ছাড়াই মহাকাশে স্পেসওয়াক করেন। ঠিক সেই মুহূর্তে স্পেস শাটল চ্যালেঞ্জার থেকে তোলা হয় ছবিটি। ছবিতে ব্রুস ম্যাকক্যান্ডলেসের নিচে পৃথিবী আর পেছনে বিশাল অন্ধকারাচ্ছন্ন মহাকাশ দেখা যাচ্ছে।

ব্রুস ম্যাকক্যান্ডলেস যখন তার বা দড়ির সংযোগ ছাড়া মহাকাশে স্পেসওয়াক করছিলেন, তখনো কিন্তু স্পেস শাটল চ্যালেঞ্জ দ্রুতগতিতে চলছিল। কিন্তু এতে নভোচারীদের তেমন কোনা সমস্যা হয়নি। কারণ, নাইট্রোজেনে চলা এমএমইউ যন্ত্রটি নভোচারীদের স্পেস শাটল চ্যালেঞ্জের কাছাকাছি থাকতে সহায়তা করেছিল।

সূত্র: আইএফএল সায়েন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *